Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পরিষদ সদস্য জনাব মরহুম আবদুল গফুর নাগু-র শোক সভা।
Details

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবজোম ইউনিয়ন শাখার সভাপতি জনাব আবদুল গফুর নাগু (এম ইউ পি) গত রাত্রে পবিত্র তারাবির নামাজের শেষে মজসিদ হতে বের হওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে ও দা য়ের কোপে নির্মমভাবে নিহত হন। (ইন্নালিল্লাহে-----রাজেউন) নিহতের সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে আছে। অদ্য ০৪/০৭/১৬খ্রি: বিকাল ০৪ চার ঘটিকায় কুতুবজোম পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে উনার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

আগামী ১২-০৭-২০১৬খ্রি: কুতুবজোম দাখিল মাদ্রাসা মিলনায়তনে শোক সভার আহবান করা হয়েছে। উক্ত সভায় সর্বস্তরের জনসাধারন কে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রহিল। 

Images
Attachments