এই মর্মে কার্যাদেশ পত্র প্রদান করা যাইতেছে যে, ১নং হারবাং ইউনিয়ন পরিষদের নুতন করে বাড়ী-ঘর, কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান, প্রোল্ট্রি ফার্ম, সরকারী ও বেসরকারী সকল স্থাপনার নতুন এসেসমেন্ট তালিকা তৈরী করে সরকারের নীতি মালা অনুযায়ী বিভিন্ন সংস্থার আবেদনের প্রেক্ষিতে ইউপি সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক যাচাই বাচাই করে আবেদনকারী মোহাম্মদ মোশারেফ হোসেন প্রকল্প পরিচালক, টেক্স এসেসেমেন্ট তালিকা প্রকল্প, চিওড়া সমাজ কল্যাণ পরিষদ,(সি এসপি) কুমিল্লা রেজি: নং- ক ১১০৫/২০০৫ইং কে শর্ত সাপেক্ষে অত্র ইউনিয়নের এসেসম্যান্ট তালিকা প্রণয়ের জন্য আদেশ প্রদান করা হলো।
অতএব, পরিষদের সকল সদস্য/সদস্যার সর্ব সম্মতিক্রমে ওয়ার্ড ভিত্তিক ট্যাক্স তালিকা ভলিউম ব্যয় বাবদ সর্বমোট ৫০/-(পঞ্চাশ) টাকা বিনিময়ে উক্ত তালিকা প্রণয়ণ রশিদের মাধ্যমে গ্রহণ করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, যে কোন ধরনের অনিয়মের জন্য উক্ত আদেশ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
অনুরোধ ক্রমে-
এম শফিউল আলম
চেয়ারম্যান
কুতুবজোম ইউনিয়ন পরিষদ
মহেশখালী কক্সবাজার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS