Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জন্ম নিবন্ধন সংক্রান্ত DDLG, কক্সবাজার স্যার এর নির্দেশনা
Details

সকল ইউনিয়ন পরিষদ সচিব গণ কে জানানো যাচ্ছে যে ইউনিক ID র জন্য বিদ্যালয় গুলো র দেওয়া deadline বর্ধিত করে আগামী বছর নেওয়া হয়েছে। এইটি নিয়ে অভিভাবকদের নোটিশ আকারে ইউনিয়ন পরিষদের দেওয়ালে টাঙাতে হবে। কোন বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক ID না দিলে শিক্ষার্থীদের বিদ্যালয় বা প্রতিষ্টান হতে বের করে দিবে বলে থাকলে অভিভাবকদের নাম, বিদ্যালয়ের নাম এবং শিক্ষক/ অফিস সহকারীর নাম সহ UNO স্যারকে দিতে হবে। পৌর বিদ্যালয় হলে DDLG স্যারকে দিতে হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর কোভিড-১৯ টীকার জন্য ছাত্র/ছাত্রী দের জন্মনিবন্ধন বাধ্যতামূলক নয়। এ বিষয়েও অস্থির না হওয়ার জন্য অনুরোধ করা হল। আপনারা এতদিন যা দিয়েছেন সংশোধনের জন্য আগামী এক সপ্তাহ দিবেন না। খুব প্রয়োজনীয় চাকুরী/বিদেশগমন এ ক্ষেত্রে প্রাধান‍্য দেবেন। আশা করি বিষয়টি অবহিত হয়েছেন। এবং ইউনিক ID র জন্য জন্মনিবন্ধনে অনুরোধ করবেন না।

Attachments
Publish Date
05/11/2021
Archieve Date
31/12/2021